সুনামগঞ্জে বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি'র পৃথক অভিযানে ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত এসব ভারতীয় মদের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। শনিবার (৩০ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, শনিবার (৩০ আগস্ট) ভোররাতে সুনামগঞ্জ সদর উপজেলার ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়ণতলা বিওপি'র একটি দল উত্তর ডুলুরা এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১২১২/১০-টি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের সিজার মূল্য ২ লাখ ২ হাজার ৫০০ টাকা।
এর আগে, গত ২৯ আগস্ট তাহিরপুর উপজেলার ৪নং বড়দল ইউনিয়নে আরেক অভিযানে চাঁনপুর বিওপি'র সদস্যরা বারেকটিলা এলাকা থেকে ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। সীমান্ত পিলার ১২০২/৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে এই অভিযান চালানো হয়। এই মদের সিজার মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা।
দুইটি অভিযানে সর্বমোট ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৪৯ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি'র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার প্রক্রিয়া চলছে।
Comments