গোপালগঞ্জে পানিতে ডুবে শিশু মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে অয়োন ঢালী নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকালে কোটালীপাড়া উপজেলার তাল পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু অয়োন ঢালী কোটালীপাড়া উপজেলার তাল পুকুরিয়া গ্রামের নারায়ণ ঢালীর ছেলে।
ওসি মোঃ হাফিজুর রহমান জানান, শিশু অয়োন ঢালী বাড়ীর উঠানে খেলতে ছিল। এসময় সে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেও কোন সন্ধান পায়নি। পরে পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অয়োনকে মৃত ঘোষনা করেন।
Comments