দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিএনপি সদস্য বহিষ্কার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় উপজেলা বিএনপির সদস্য আবুল বাশার হাওলাদার বাচ্চুকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
বুধবার (২৭ আগস্ট) জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব এ্যাভোকেট আবুল বাশার খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কোটালীপাড়ায় উপজেলা বিএনপির সদস্য আবুল বাশার হাওলাদার বাচ্চু সাংবাদিকদের হামলা মামলার ২নং আসামী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোপালগঞ্জ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেগ দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলের শৃংখলা ভঙ্গ করিয়া সংগঠন বিরোধী কায্য করিয়োছেন বিধায় আপনি এইচ এম আবুল বাশার বাচ্চুকে বাংলাদেশ জাতয়িতাবাদী দল বিএনপি গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া উপজেলা বিএনপির সদল প্রকার সদস্য পদ হইতে বহিস্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোপালগঞ্জ জেলা শাখা ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং কোটালীপাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পয্যায়ের নেতাকর্মীদের এইচ এম আবুল বাশার বাচ্চুর সঙ্গে কোন রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এদিকে, বিএনপির সদস্য আবুল বাশার হাওলাদার বাচ্চুকে দল থেকে বহিষ্কার করায় উপজেলা প্রেসক্লাবে ডাকে তিন দিনের অবস্থান ও কলম বিরতির কর্মসূচী স্থাগিত করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান জানান, সাংবাদিকদের উপর হামলা চালিয়ে আবুল বাশার হাওলাদার বাচ্চু দলীয় শৃংখলা ভঙ্গ করেছে। কোনভাবেই শৃংখলাভঙ্গকারীকে দলে রাখা যাবে না। তাই আমরা তাকে বিএনপি থেকে বহিস্কার করেছি।
কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাত বলেন, আমাদের দাবী ছিলো আবুল বাশার হাওলাদার বাচ্চুর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিবে। তাই দল ব্যবস্থা নেয়ায় আমাদের যে কর্মসূচী ছিলো তিনদিন ১ ঘন্টা করে অবস্থান কর্মসূচী ও কলম বিরতি পালন করার তা বাতিল করা হয়েছে। পুলিশ আসামীদের ধরতে কাজ করছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়ে আসা,দের ধরার চেষ্ঠা করছি। আসামীরা পলাতক রয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Comments