সুনামগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে এই অস্ত্রটি উদ্ধার করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে রাত ১২টা ৫০ মিনিটে মাওলারপাড় ব্রিজের পশ্চিম পাশে একটি বড়ই গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় 'মেড ইন ইউএসএ' লেখা একটি বিদেশি রিভলবার খুঁজে পায় বিজিবি সদস্যরা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে, এবং চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম নিয়মিত চলছে। এরই ধারাবাহিকতায় এই বিদেশি অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা রিভলবারটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Comments