আসন পুনর্বহালের দাবিতে মোংলায় হরতাল

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে মোংলায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হরতাল চলছে।
রোববার ভোর থেকে মোংলার চাঁদপাই, কলেজ মোড়, উপজেলা পরিষদ, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ রাখার জন্য ব্যারিকেড বসানো হয়েছে।
হরতালের কারণে সড়ক ও নৌপথে যান চলাচল বন্ধ রয়েছে। অচল হয়ে পড়েছে ইপিজেড, শিল্পকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপার। বন্দর জেটির কার্যক্রম এবং সড়ক পথে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। এতে কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাট।
হরতাল চলাকালে কোথাও কোথাও রাস্তা বন্ধ করে স্থানীয় তরুণরা ক্রিকেট খেলতে দেখা গেছে।
পৌর সম্মিলিত কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী বলেন, '৩০ জুলাই থেকে আমরা আন্দোলন করছি। নির্বাচন কমিশন প্রস্তাব প্রত্যাহার না করায় আজকের এই হরতাল ডাকা হয়েছে।'
উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এ বিষয়ে আগামীকাল (২৫ আগস্ট) শুনানি হওয়ার কথা রয়েছে।
Comments