গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যকে ফাঁসাতে ষড়যন্ত্রের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা: কে এম বাবরের বাসায় গভীর রাতে যৌথবাহিনীর অভিয়ান ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ডা: রাবেয়া আক্তার।
আজ শনিবার (২৩ আগষ্ট) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন তিনি।
ডা: রাবেয়া আক্তার বলেন, আমার স্বামী ডা: কে এম বাবর জেলা বিএনপির অন্যতম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের মনোয়ন প্রত্যাশী। গত ২২ আগষ্ট রাত ২টার দিকে হঠাত করে যৌথবাহিনী আমার বাসায় অভিযান চালায়। এসময় আমি, আমার দুই বাচ্চা ও গৃহকর্মী ছিলাম। এসময় তারা ঘরে ঢুকে প্রথমে আমার স্বামীকে খুঁজতে থাকে। পরে তারা আমার শ্বাশাড়ীর রুমের বাথরুমের কমডের ভিতর থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করে।
তিনি আরো বলেন, আমার স্বামী কখনো কোন অস্ত্র ব্যবহার করেনি। আমার স্বামী ডা: কে এম বাবরের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ও গোপালগঞ্জ-২ আসনের মনোয়ন প্রত্যাশী। যে কারনে কিছু শত্রু তৈরী হওয়ায় এটা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হেয় প্রতিপন্ন করতে ও ফাঁসাতে চেয়েছে। যারা এমন নোংরা চক্রান্ত ও ষড়যন্ত্র করছে সুষ্টু তদন্তের মাধ্যমে সেনাবিহিনী ও পুলিশ প্রশাসনকে সত্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবী জানাচ্ছি।
এ সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাভোকেট আবুল খায়ের, সদস্য এ্যাভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments