নেতানিয়াহুর বিরুদ্ধে আর্জেন্টিনায় ফৌজদারি অভিযোগ দায়ের

গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছে আর্জেন্টিনার মানবাধিকার গোষ্ঠীগুলো। নেতানিয়াহুর আর্জেন্টিনা সফর সামনে রেখে এই অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মানবাধিকার সংস্থা মাদার্স অব প্লাজা ডি মায়োর ফাউন্ডিং লাইন, পিস অ্যান্ড জাস্টিস সার্ভিস (এসইআরপিএজে), ফ্যামিলিজ অব ডিসাপিয়ারড অ্যান্ড ডিটেইনড ফর পলিটিক্যাল রিজন্স এবং আর্জেন্টিনা লীগ ফর হিউম্যান রাইটস মঙ্গলবার (১৯ আগস্ট) যৌথভাবে এই অভিযোগ দায়ের করেছে।
সংস্থাগুলো নেতানিয়াহুকে 'গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের' জন্য দায়ী করে তার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানয়েছে। মামলার অভিযোগ অনুসারে, আগামী ৭-১০ সেপ্টেম্বর নেতানিয়াহু আর্জেন্টিনা সফর করবেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই যদি তাকে স্বাগত জানান, তাহলে তিনি তার এই অপরাধমূলক নীতিতে সহযোগী বলে বিবেচিত হবেন।
মামলায় ইসরাইলি সরকারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে 'জাতিগত নিধনযজ্ঞের প্রাতিষ্ঠানিক নীতি' বাস্তবায়নে অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, এর মাধ্যমে ইসরাইলি জীবনের অধিকার, মানবিক মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণাধিকারসহ মৌলিক অধিকার লঙ্ঘন করছে।
মামলার নথিতে বলা হয়েছে, 'আর্জেন্টিনার জনগণ এবং এর মানবাধিকার সংস্থাগুলো অভিজ্ঞতা থেকে জানে, গণ-অপরাধের অর্থ কী। গাজা দখল শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বোমা হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরাইলি সরকার ওষুধ, খাদ্য ও ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে।'
আর্জেন্টিনার ফৌজদারি আদালতে দায়ের করা মামলাটি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অ্যাডলফো পেরেজ এসকুইভেলসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এবং অসংখ্য মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা সমর্থন করেছেন।
আর্জেন্টিনায় নেতানিয়াহুকে আইনি জবাবদিহি করার প্রচেষ্টা এটাই প্রথম নয়। এর আগে ১২ আগস্ট দ্য অ্যাসোসিয়েশন অফ স্টেট ওয়ার্কার্স (এটিই) এবং চিলড্রেন ফর আইডেন্টিটি অ্যান্ড জাস্টিস এগেইনিস্ট অবলিভিয়ন অ্যান্ড সাইলেন্স নামে দুটি অধিকার বুয়েনস আইরেসের একটি ফেডারেল আদালতে একটি পৃথক অভিযোগ দাখিল করে।
অভিযোগে ফিলিস্তিনি জনগণের ওপর যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
নেতানিয়াহু গাজা ও পশ্চিম তীরে ব্যাপক হত্যাযজ্ঞ চালালেও তার পক্ষে অবস্থান নিয়েছে আর্জেন্টিনার জাভিয়ের মিলেইর সরকার। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তার প্রতিবাদ জানান মিলেই।
Comments