বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও এতিমদের মাঝে তাবারক বিতরণ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ও রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা আড়াইবাড়ি দরবার শরীফে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর মাদ্রাসার হাফেজ ও আলেমদের সঙ্গে জিয়ারত ও বিশেষ মোনাজাত শেষে এতিম শিশুদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
এতে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত নাছির উদ্দিন হাজারী।
নাছির উদ্দিন হাজারী বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। আমরা তার সুস্থতা কামনায় দোয়া করেছি। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা মাঠে আছি। জনগণের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে আমরা সবসময় সক্রিয় থাকবো। পি-আর পদ্ধতিতে নিয়ে তিনি বলেন, -আর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না। যারা এ ধরনের প্রস্তাব করছে তারা আসলে চায় না ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন হোক।
এছাড়া বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কসবা-আখাউড়া আসনের বিভিন্ন হাটবাজার, মসজিদ-মাদ্রাসা ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন। এসময় স্থানীয় হাজারো নেতাকর্মী তার সঙ্গে অংশ নেন।
অনুষ্ঠানে চট্টগ্রামস্থ আখাউড়া সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. জাফর ইকবাল হাজারী, আখাউড়া উপজেলা নবীন দলের সাবেক আহ্বায়ক ইয়াসিন আরাফাত, আখাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর আমিন ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা তাতীদলের সভাপতি আরিফ মিয়া, কসবা পৌর নবীন দলের সাবেক সভাপতি হেলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments