ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
সোমবার (১১ আগস্ট) সকালে বিষ্ণপুর বিওপির নায়েব সুবেদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে টহল দল কালাছড়া এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে আসা কিছু চোরাকারবারী টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ১৮৬ বোতল ইস্কপ, ১০০ কেজি গাঁজা এবং ৭০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫২ হাজার টাকা।
এছাড়া গত ১০ আগস্ট রাতে মুকুন্দপুর ও সিংগারবিল বিওপির অভিযানে আরও ৪২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার জানান,মাদক ও চোরাচালান প্রতিরোধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত এক মাসে ২৫ বিজিবি ৮ হাজার ৯০৫ পিস ইয়াবা, ২ হাজার ৯৮৩ বোতল ইস্কপ, ২৮২ কেজি গাঁজা, ১৫২ বোতল ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে।
Comments