আখাউড়ায় কল্লা শহীদ (র.) বার্ষিক ওরশ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুরস্থ শাহ্পীর কল্লা শহীদ (র.) সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ মোবারক আজ রোববার ভোর থেকে শুরু হয়েছে। আগামী ১৬ আগস্ট দিনগত ভোররাত পর্যন্ত চলবে এ ওরশ।
ওরশ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় জিকির, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। ১৪ আগস্ট দিবাগত রাত ১২টায় হবে বিশেষ দোয়া। এদিকে, ওরশকে কেন্দ্র করে মাজার সংলগ্ন খেলার মাঠে মেলা বসেছে। সেখানে বাঁশ-বেত, কাঠের জিনিসপত্র, কসমেটিকস, প্লাস্টিক পণ্য ও খেলনা বিক্রি হচ্ছে।
মাজার কমিটি সূত্রে জানা গেছে, ওরশে সারা দেশ থেকে লক্ষাধিক ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, খাদেম স্বেচ্ছাসেবক দল, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। পুরো এলাকা সিসি ক্যামেরায় নজরদারির আওতায় থাকবে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ওরশে আগত সকল ভক্ত-অনুরাগীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং মাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, পবিত্র ওরশ মোবারক সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সবার সহযোগিতা কামনা করছি এবং দেশ-বিদেশের সকল ভক্ত-অনুরাগীকে এই মহতী আয়োজনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
Comments