ধীরে ধীরে কমছে কাপ্তাই লেকের পানির উচ্চতা

ধীরে ধীরে কমতে শুরু করেছে কাপ্তাই লেকের পানির উচ্চতা। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুক্রবার রাতে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট সাড়ে ৩ ফুট এর পরিবর্তে কমিয়ে ৩ ফুট করা হয়েছে।
এদিকে শুক্রবার রাত সাড়ে ১০ টায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এদিন রাত ১০ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৮.৫৪ ফুট মীনস সি লেভেল।
প্রসঙ্গত, ১০৯ ফুট মীনস সি লেভেল ধারণ ক্ষমতা সম্পন্ন কাপ্তাই লেকের পানির উচ্চতা চলতি মাসের গত ৭ আগস্ট সর্বোচ্চ ১০৮.৮৩ ফুট মীনস সি লেভেল পর্যন্ত অতিক্রম করেছিলেন। যার ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত ছাড়তে হয়েছিল।
Comments