দ্বিতীয় দিনের মতো চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে

কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে দ্বিতীয় দিনের মতো কাপ্তাই এর চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টার পর চন্দ্রঘোনা ফেরি ঘাটে গিয়ে দেখা যায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসাবে কেউ কেউ ইঞ্জিন চালিত বোটে পার হচ্ছেন, আবার যানবাহন গুলো রাঙ্গুনিয়া গোডাউন সেতু ব্যবহার করে গন্তব্য যাচ্ছে।
এসময় ফেরির ইনচার্জ মো শাহজাহান বলেন, রাঙামাটির কাপ্তাই লেক হতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট দিয়ে সাড়ে ৩ ফুট করে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬ টা হতে আমরা চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছি। এখনো নদীতে প্রচুর স্রোত রয়েছে, তাই ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এসময় কথা হয় ফেরির চালক মো আমিনুল হকের সাথে। তিনি বলেন, দ্বিতীয় দিনের মতোও আজকে শুক্রবার ফেরি চলাচল বন্ধ রয়েছে। পানির স্রোত এখনো কমে নাই।
Comments