পাবনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনার ঈশ্বরদীতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিন ও আব্দুস সামাদ সুলভ মালিথার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার দাশুড়িয়া ডিগ্রী ও অনার্স কলেজের আব্দুল হামিদ জিন্নাহ মিলনায়তনে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে বিএনপির একাংশের বিভিন্ন মিটিং ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরও বলেন, তারা হিংসা- প্রতিহিংসার রাজনীতে বিশ্বাস করেন না। জনগণকে সাথে নিয়ে তারা রাজনীতি করেন। তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি নেতা শামসুদ্দিন আহমেদ মালিথা ও জাকারিয়া পিন্টু গং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি নেতাকর্মীদের এসব রুখে দিতে সবসময় সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতা সুলভ মালিথা।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্য সচিব সুজন প্রফেসর, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা মহিলা দলের সভাপতি রকেয়া হাসেম, মহিলা দলের সাধারণ সম্পাদিকা মাফরু পারভীন চামেলি , উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জুর রহমান সরদার,সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রমাণিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক আহমেদ পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো: হেদায়েতুল ইসলাম অনিক, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম ডালিকি, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল হোসেন মোল্লা সহ উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
Comments