রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে মুন্না আক্তার নামের এক পর্যটক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮জুলাই) এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন।
পুলিশ জানিয়েছে, রোববার দিনগত রাত তিনটার দিকে জেলা শহরের রিজার্ভবাজার এলাকার গোল্ডেন হিল নামক আবাসিক হোটেল থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হোটেলের ম্যানেজার কুতুব উদ্দিনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে পতিতাসহ খদ্দরকে আটক করে।
এদিকে এ ঘটনার খবর পেয়ে ওই নারীর স্বামী আব্দুল কাদের ও কন্যা সাদিয়া আক্তার বৃষ্টি ও মা মমতাজ বেগম ছুটে এসেছেন। তাদের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বলে জানা গেছে।
ওসি আরও বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Comments