উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে শেরপুর জেলা বিএনপি। ২২ জুলাই সন্ধায় শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক পিপি এডভোকেট আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, আবু রায়হান রুপনসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ঢাকায় উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের ও আতদের পরিবারকে কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের প্রয়োজনে বিদেশ নিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করতে হবে। এ দূর্ঘটনা নিয়ে কাউকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবেনা। লক্ষ করা যাচ্ছে পতিত আওয়ামী লীগের দোসররা সাধারণ ছাত্রদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। বিষয়টিকে মোকাবিলা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
Comments