মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সামিউলের দাফন সম্পন্ন

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলে শিক্ষাথী সামিউল করিমের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নে অবস্থিত মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামিউলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন। নামাজের আগে ছেলের জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পরেন নিহত সামিউলের বাবা রেজাউল করিম। জানাজা নামাজ শেষে সামিউলের মরদেহ নানা বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
সামিউল করিমের নানা মোস্তফা কামাল চানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। ছোট্ট সামিউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামিউল মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
Comments