শেরপুরের নকলায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৫

শেরপুরের নকলায় শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ ৫ জন আহত হয়েছেন। ২১ জুলাই বিকেলে উপজেলার ডাকাতিয়া কান্দা এলাকায় ওই ঘটনা ঘরে। এ ঘটনায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন, মো. রাসেল মিয়ার ছেলে মো. আল আমিন (৪), কফিল মিয়ার স্ত্রী রুমেছা বেগম (৬৫), রুবেল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩০), জনি মিয়ার মেয়ে ইলমা (১.৫) ও হানিফ মিয়া (৭)। এদের মধ্যে একজন ইতোমধ্যে ভেকসিন গ্রহন করেছে। বাকিদের চিকিৎসা চলমান আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতিয়া কান্দা এলাকার কফিল মিয়ার বাড়ির পিছনে শিশুরা খেলছিলো। এমন সময় অতর্কিতভাবে একটি শিয়াল শিশু আল আমিন কে কামড়ে দেয়। পরে তাকে রক্ষা করতে গেলে বাকিরাও শিয়ালের কামড়ের স্বীকার হয়। পরে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে শিয়ালের আচরন পাগলাটে বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশিদুল ইসলাম বলেন, পাঁচজন ইতোমধ্যে চিকিৎসা নিয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। পরবর্তী চিকিৎসা ও ভেকসিন প্রদান করা হবে।
Comments