রাঙামাটির চিত্র শিল্পী দৃষ্টি চাকমার লন্ডন বিজয়

রাঙামাটির চিত্র শিল্পী দৃষ্টি চাকমা লন্ডনে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। তাঁর আঁকা চিত্রকর্মটি লন্ডন আর্কিসোর্স আয়োজিত ২০২৫ প্রদর্শনীতে সারা বিশে^র সাত হাজার চিত্রকর্মের মধ্যে ' ড্রয়িং অব দ্য ইয়ার এ্যাওয়াডর্স'-এর অন্যতম সেরা কাজ হিসেবে নির্বাচিত হয়েছে।
হৃষিতা সিংয়ের সাথে একটি একাডেমীক সহযোগিতায় অংশ হিসেবে তৈরি করা এই চিত্রকর্মটি লন্ডনের দ্যা ট্রুম্যান ব্রুয়ারী-তে প্রদর্শনী হয়েছে। পাশাপাশি এই কাজটি ২০২৫ সালের ড্রয়িং অফ দ্য ইয়ার বইতেও প্রকাশিত হয়েছে, যেখানে এই বছরের প্রদর্শনীর সেরা ভিজুয়্যাল কাজগুলি রয়েছে।
এ প্রদর্শনীতে 'ফোস্টার, পার্টনার্স, আরএসএইচপি এর মতো বিশ^খ্যাত স্থাপত্য সংস্থা ও সৃজনশীল স্টুডিওগুলোর কাজের পাশাপাশি রাঙামাটির মেয়ের দৃষ্টি চাকমার কাজটিও স্থান পেয়েছে।
দৃষ্টি চাকমার এই কাজটি নির্বাচিত করতে জুরি বোর্ডের দায়িত্বে ছিলেন, ফস্টার এন্ড পার্টনার্স-এর নারিন্দর সাগু এমবিই, জাহা হাদিদ আর্কিটেক্টস-এর জিম হেভেরিন, আরএসএইচপি এর উইল জনস্টন, স্যাম কনওয়ে (হেইস ডেভিডসন) এবং লন্ডন ফেস্টিবল অব আর্কিটেকচার এর সহ-প্রতিষ্ঠাতা ম্যানসেল হেইনস এবং এমিলি গ্লিন এর মতো বিশ^ বরণ্যে ব্যক্তিরা।
এই চিত্রকর্মটি মেলবোর্ন বিশ^বিদ্যালয়ের স্যামুয়েল হান্টার এর নেতৃত্বে 'এম.আর্চ' ডিজাইন স্টুডিও আর্ট' কালচার অ্যান্ড আদার থিংস এর অধীনে তৈরি করা হয়েছিলো।
শিল্পী দৃষ্টি চাকমা আর্কিসোর্সকে এ সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেইসবুক আইডিতে লেখেন-
''লন্ডনে পা রাখার পর এটা আমার জন্য সত্যিই গর্বের মুহূর্ত! হৃশীতা সিংয়েরর সাথে একাডেমিক সহযোগিতার অংশ হিসেবে আমার আঁকা ছবিটি আর্কিসোর্স আয়োজিত লন্ডন ক্রিয়েটস ২০২৫-এ প্রদর্শিত হতে যাওয়া বিশ্বব্যাপী ৭,০০০টি এন্ট্রির মধ্যে ড্রয়িং অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস থেকে সেরা কাজগুলির মধ্যে একটি হিসেবে নির্বাচিত হয়েছে। এটি নির্মিত পরিবেশে সৃজনশীলতার একটি প্রধান উদযাপনের অংশ হিসাবে ফস্টার + পার্টনার্স এবং আরএসএইচপি-র মতো শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী সৃজনশীল এবং স্থাপত্য স্টুডিওগুলির কাজের পাশাপাশি প্রদর্শিত হচ্ছে।
এটিকে আরও বিশেষ করে তোলে সম্মানিত জুরিরা যারা কাজগুলি নির্বাচন করেছেন; যার মধ্যে রয়েছেন নারিন্দর সাগু এমবিই (ফস্টার + পার্টনার্স), জিম হেভেরিন (জাহা হাদিদ আর্কিটেক্টস), উইল জনস্টন (আরএসএইচপি), স্যাম কনওয়ে (হেইস ডেভিডসন), এলিজা গ্রোসভেনর (লন্ডন ফেস্টিভ্যাল অফ আর্কিটেকচার), এবং আর্কিসোর্সের সহ-প্রতিষ্ঠাতা ম্যানসেল হেইনস এবং এমিলি গ্লিন-আমি দীর্ঘদিন ধরে যে নামগুলির জন্য অপেক্ষা করছিলাম। এই অঙ্কনটি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্যামুয়েল হান্টারের নেতৃত্বে এম.আর্চ ডিজাইন স্টুডিও 'আর্ট, কালচার অ্যান্ড আদার থিংস'-এর সময় তৈরি করা হয়েছিল। সবকিছুর উপরে, এই কাজটি ২০২৫ সালের ড্রয়িং অফ দ্য ইয়ার বইতেও প্রকাশিত হয়েছে, যেখানে এই বছরের প্রদর্শনীর সেরা ভিজুয়্যাল কাজগুলি রয়েছে। সুযোগের জন্য আর্কিসোর্সকে অসংখ্য ধন্যবাদ। ''
দৃষ্টি চাকমা রাঙামাটি শহরের বাসিন্দা। তার মা রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা। তিনি এ শহরের লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে লেখা-পড়া করেছেন। পরবর্তীতে রাজধানী ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ ও বুয়েটে পড়েছেন। এখন বর্তমানে 'মাস্টার্স অব আর্কিটেকচার' ডিগ্রী অর্জন করছেন অস্টেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে।
এই প্রদর্শনীটি ১৯জুলাই পর্যন্ত দ্য ট্রু ম্যান ব্রুয়ারীতে সকলের জন্য উন্মুক্ত ছিলো। তার এ অর্জন নি:সন্দেহে বাংলাদেশের শিল্প জগতে নতুন প্রেরণা জোগাবে বলছেন সুধিজনেরা।
Comments