এনসিপি’র পোস্টার ছেঁড়ার ঘটনায় সিসিকের ৩ কর্মী বহিষ্কার

জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় সাঁটানো একটি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) দুজন শ্রমিক ও একজন সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে। সেইসাথে এ ঘটনা অধিকতর তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ। তিনি বলেন, গতকাল রোববার রাতেই অভিযুক্ত তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সেইসাথে এ ঘটনা অধিকতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল রোববার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এক শ্রমিক এনসিপি'র পোস্টার ছিঁড়ে ফেলে। খবর পেয়ে রাতেই শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে বহিষ্কার করা হয়।
Comments