তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা অপপ্রচার ও মিডফোর্ডে পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার যড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল।
আজ দুপুরে স্থানীয় বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর পদক্ষিন শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান।
এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করে বলেন বর্তমান সরকারের ব্যর্থতায় দেশে চরম অরাজকতা বিরাজ করছে। মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা অবিলম্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান।
Comments