শেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শেরপুর জেলা বিএনপি। শনিবার (১৯ জুলাই) রাতে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব হযরত আলী, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক পিপি এড. আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশিদ মামুন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহম্মেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জল প্রমূখ। মিছিলে জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দু'একটি রাজনৈতিক দল ক্ষমতার লোভে বিএনপির বিরুদ্ধে নানাভাবে কাল্পনিক, অসত্য ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জনগণকে উসকে দিতে তারা কাল্পনিক বক্তব্য উপস্থাপন করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূয়া আইডি চালু করে একের পর এক মিথ্যা ও গায়েবি অপপ্রচারে লিপ্ত রয়েছে তারা। আমরা বলতে চাই, বিএনপি উড়ে আসা দল না। এটি প্রতিটা জনগণের পছন্দের দল। কাজেই এসব অপপ্রচার করে বিএনপির কোন ক্ষতি করা যাবে না। অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে আরো সচেতন হতে হবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরো বলেন, দেশে কোন সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করা হলে তা রাজপথে থেকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে এবং উৎখাত করা হবে।
Comments