পার্বত্য চুক্তি বাস্তবায়ন: শান্তিচুক্তি পক্ষসমূহের রুদ্ধদ্বার বৈঠক

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
বৈঠকে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এছাড়া বৈঠকে অংশ নেন শান্তি চুক্তির অন্যতম স্বাক্ষরকারী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, উপসচিব মোংগল চন্দ্র পাল, মো. শামসুল হক এবং আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম দেওয়ান।
বৈঠক শেষে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, চুক্তি বাস্তবায়নে এখনো কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে কিছু ছোট ছোট বিষয় নিয়ে মতভেদ আছে, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে বড় সমস্যাগুলো গভীরভাবে বিবেচনা করে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, "জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার সাথে দীর্ঘ ও খোলামেলা আলোচনা হয়েছে। সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক, তবে তা যেন কোনো নতুন সমস্যা সৃষ্টি না করে সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।"
সরকারের পক্ষ থেকে শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে নতুন করে কার্যকর উদ্যোগ নেওয়ার বার্তাও উঠে এসেছে এ বৈঠকে।
Comments