ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (১৮ই জুলাই) সকাল সাতটার সময় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ প্রতীকী ম্যারাথন দৌড় শুরু করে ঝিনাইদহের স্থানীয় ২৫০জন প্রতিযোগী।
প্রতীকী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারী প্রতিযোগীরা শহরের সার্কিট হাউজ, গীতাঞ্জলি ও হোসনে শহীদ সোহরাওয়ার্দী সড়ক ঘুরে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এসে পৌঁছায়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিথিলা ইসলাম, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান সহ অন্যান্যরা।
এসময় ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন মো. আশিকুর রহমান এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন নাদিয়া।
সে সময় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল।
Comments