চালের অস্বাভাবিক মূল্যের উর্ধ্বগতি রোধের দাবীতে বরিশালে মানববন্ধন

চালের অস্বাভাবিক মূল্যের উর্ধ্বগতি রোধের দাবীতে বরিশালে মানববন্ধন করা হয়েছে। এতে মূল্য নিয়ন্ত্রনে ৫ দফা দাবী জানানো হয়। মঙ্গলবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে কর্মসূচী পালন করেছে উন্নয়ন সংগঠন প্রান্তজন ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি।
মানবন্ধনের প্রতিবাদ্য শ্লোগান ছিলো- "ভাতের পাতে স্বস্তি ফেরাও"
কর্মসূচীর সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য মূল্যস্ফীতিতে এককভাবে চালের মূল্যবৃদ্ধির প্রভাব ছিল প্রায় ৪০ শতাংশ। বোরো মৌসুমে চালের উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তারপরও প্রত্যাশিত স্বস্তি আসেনি বাজারে।
বিশ্লেষকরা বলছেন, মিল পর্যায়ে খরচ বৃদ্ধি, ধানের দাম অস্থিরতা, অবৈধ মজুতদারি এবং বাজার নজরদারির অভাবে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না, অথচ ভোক্তাকে চড়া মূল্যে চাল কিনতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, জাতিসংঘ খাদ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রায় ২০ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতি ১০জনে ৩জন প্রয়োজনীয় খাদ্য সংস্থান করতে পারছেন না। মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে আয় না বাড়ায় মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। ২০২৪ সালে বিশ্ব খাদ্য কর্মসূচির হিসাব অনুযায়ী, প্রতি মাসে ন্যূনতম খাদ্যশক্তিসমৃদ্ধ খাবার গ্রহণ করতে একজন মানুষের ব্যয় হয় ৩ হাজার ৫১ টাকা, যা খাদ্য দারিদ্রসীমার চেয়ে ৬৯.৫ শতাংশ বেশি।
চালের মূল্যসহ সার্বিক মুল্যস্ফীতির সংকটপূর্ণ অবস্থা নিরসনে ৫ দফা দাবীগুলো হলো- কৃষকের কাছ থেকে সরকারের সরাসরি চাল ক্রয়ের আওতাবৃদ্ধি, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য রেশনিং ব্যবস্থা চালু, বাজার, উৎপাদন, মূল্য নির্ধারণ ও ভোগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ক্ষুদ্র কৃষকের স্বার্থরক্ষা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তায় ওএমএস ও টিসিবি কর্মসূচির আওতাবৃদ্ধি এবং সিন্ডিকেটের অপতৎপরতা রোধ করে বাজার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ।
সমাবেশে বক্তৃতা করেন, ক্যাব সম্পাদক রনজিৎ দত্ত, বরিশাল পরিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য সচিব সুভাষ দত্ত, অধ্যাপক আমিনুল ইসলাম খোকন প্রমুখ।
Comments