১৫ জুলাই ভারতে শোরুম খুলছে টেসলা

ভারতে প্রথম শোরুম খুলতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলা। ফলে দেশটির বাজারে বিদ্যুৎ চালিত গাড়ি (ইভি) বিক্রিতে আরেক ধাপ এগিয়ে গেল কোম্পানিটি।
ইলন মাস্কের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৫ জুলাই ভারতের অর্থনৈতিক কেন্দ্র মুম্বাইয়ে প্রথম শোরুম চালু করতে যাচ্ছে। যাকে 'এক্সপেরিয়েন্স সেন্টার' হিসেবে আখ্যায়িত করছে টেসলা।
এর কয়েক মাস আগে মুম্বাইয়ে শোরুম খোলার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছে ইভি খাতের মার্কিন কোম্পানিটি। এছাড়া ভারতের রাজধানী নয়াদিল্লিতে শোরুম খোলার জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে বলে জানানো হয়।
মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভে টেসলার এই 'এক্সপেরিয়েন্স সেন্টার' খোলা হচ্ছে। ওই শপিং মলে অ্যাপলের ফ্ল্যাগশিপ স্টোরের কাছেই হবে টেসলার শোরুম। প্রায় ৪ হাজার বর্গফুট এলাকা নিয়ে তা তৈরি করা হবে বলে জানা গেছে।
প্রথমে গুঞ্জন উঠেছিল ভারতে শোরুম খোলার পাশাপাশি ইভি তৈরির কারখানাও গড়বে মাস্কের সংস্থা। এর মধ্যে বিশ্ব বাণিজ্যে অনেক উত্থান-পতন ঘটে। পরে জানা যায়, আপাতত ভারতে কারখানা গড়বে না টেসলা। তারা শোরুম খুলে বিদেশ থেকে গাড়ি এনেই বিক্রি শুরু করবে ভারতের বাজারে।
Comments