সাংবাদিক নাঈম আহমেদ জুলহাস-এর ফটোগ্রাফি বই: ‘আলোকচিত্রে শৈল্পিকতা’

আলো দিয়ে ছবি আঁকা— এই হলো আলোকচিত্রের সহজ সংজ্ঞা। আলোর সমীকরণে ক্যামেরায় ধারণ করা সেই ছবিটিই শিল্প হয়ে ওঠে, যখন তার সাথে যুক্ত হয় নান্দনিকতা। শিল্পগুণ যোগ হলে একটি আটপৌরে ছবিও হয়ে ওঠে আর্টিস্টিক। তখন ফটোগ্রাফার বা আলোকচিত্রীও আলোকচিত্র শিল্পীর তকমা পেয়ে যান।
Photography is an austere and blazing poetry of the real— এই কথাটি আলোকচিত্রশিল্পে নতুন প্রযুক্তির আবিস্কারক অ্যানসেল অ্যাডামসের। প্রশ্নটি হলো, ক্যামেরা তো বাস্তবের ছবি ধারণ করে, সেই ছবিটি কবিতার মতো শৈল্পিক হয়ে ওঠে কী প্রকারে! আসলেই এ এক বড় সমস্যা— আলোকচিত্র শিল্পে উৎসাহদাতার সংখ্যা আদতেই কম। পথ দেখানোর মতো গাইড, প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠান আমাদের দেশে অতটা সহজসাধ্যও নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলের বিখ্যাত ফটোগ্রাফারদের বইপত্র আজও অত সহজলভ্য না। সেই ঘাটতির জায়গাটিতে নজর দিয়েছেন সাংবাদিক, লেখক ও গবেষক নাঈম আহমেদ জুলহাস। এবারের অমর একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর 'আলোকচিত্রে শৈল্পিকতা' নামের গ্রন্থটি।
ক্যামেরার একটি ক্লিক থেকে আলোর কারসাজিতে আঁকা ছবি কেমন করে শৈল্পিক হয়ে ওঠে। একটি ফ্রেম, তাতে গ্রহণ-বর্জনের সিদ্ধান্ত, মূল ফোকাস-আউট অব ফোকাসের মুন্সিয়ানা, কতটা আলো, কতটুকু রংয়ের খেলায় ভালো হবে ছবিটি... মূলত এই তো মূল ভাবনা একজন ফটোগ্রাফারের! তারই সহজ সূত্র মিলবে 'আলোকচিত্রে শৈল্পিকতা' গ্রন্থে। একজন ফটোগ্রাফার তার যাবতীয় জিজ্ঞাসার সহজ সমাধানও পেয়ে যাবেন।
দীর্ঘ ফটো সাংবাদিকতার অভিজ্ঞতা এবং চর্চার ফসল তাঁর এই গ্রন্থ। মূলত শীর্ষ দৈনিকে কাজের সুবাদে নাঈম আহমেদ জুলহাস দেশের বরেণ্য ফটো সাংবাদিকদের সান্নিধ্য পেয়েছেন। তিনি জড়ো করেছেন সেই অভিজ্ঞতা। মাঠের ফটো সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়ে আহত হয়েছেন বেশ ক'বার। গুলিবিদ্ধও হয়েছেন। সে সব বাস্তব জ্ঞান প্রকাশ করেছেন তিনি তাঁর এ গ্রন্থে। নাঈম আহমেদ জুলহাসের প্রাপ্তিও অনেক। সাহসী সাংবাদিকতায় ২৯তম ফোবানা অ্যাওয়ার্ড এবং বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ায় অসামান্য অবদান রাখায় ৩৮তম ফোবানা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। দু'বার পেয়েছেন টিআইবি অ্যাওয়ার্ড। বর্তমানে দেশের শীর্ষ টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ-এ হেড অফইভেন্টস হিসেবে কর্মরত আছেন নাঈম আহমেদ জুলহাস। দীর্ঘ অভিজ্ঞতা ও চর্চার মেলবন্ধন ঘটেছে তাঁর প্রথম গ্রন্থ 'আলোক চিত্রে শৈল্পিকতা'য়।
বইটি প্রকাশ করেছে মিজান পাবলিকশার্স। পাওয়া যাবে রকমারিতে। তরুণ ফটোগ্রাফার এবং যারা এ পেশায় আসতে চান তাদের জন্য গ্রন্থটি খুবই সহায়ক।
Comments