বঙ্গোপসাগরে আবারো লঘুচাপ: চট্টগ্রাম–কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত
কয়েকদিন আগেই বিদায় নিলো ঘূর্ণিঝড় মোন্থা। এর মধ্যেই বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের দুই সমুদ্রবন্দর—চট্টগ্রাম ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। নতুন এ লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টার আবহাওয়ার বুলেটিনে বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমারের উপকূলীয় এলাকায় অবস্থান করছে লঘুচাপটি। এটি ধীরে ধীরে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোতেও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, 'লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে আজ বৃষ্টি হতে পারে। বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানেও বৃষ্টি হতে পারে।'
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে হাফিজুর রহমান বলেন, 'ঢাকায় বুধবার বা বৃহস্পতিবার সামান্য বৃষ্টি হতে পারে, তবে তা উল্লেখযোগ্য হবে না।'
এর আগে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোন্থা। তার প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। পঞ্চগড়, সিরাজগঞ্জ ও রাজশাহী অঞ্চলে অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। রাজধানীতেও ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে মৌসুমি সক্রিয়তা এখনো বেশ প্রবল। এর ফলে এ মাসজুড়েই উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও নিম্নচাপের প্রবণতা থাকতে পারে।
Comments