অবসায়নে যাচ্ছে ছয় আর্থিক প্রতিষ্ঠান
দেশের ৩৫টি নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এর মধ্যে ৬টি-কে শেষ পর্যন্ত লিকুইডেশন বা অবসায়নে পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এদের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল।
যে ৬টি প্রতিষ্ঠান অবসায়নে যাচ্ছে সেগুলো হচ্ছে – ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট লিজিং, আভিভা ফাইন্যান্স, পিপল'স লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। আর্থিক অবস্থা দুর্বল এমন ৩টি প্রতিষ্ঠানকে সাময়িক সময় দেওয়া হয়েছে। এগুলো হলো – প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি। এ তিনটি প্রতিষ্ঠানকে ৩ থেকে ৬ মাসের সময় দেওয়া হয়েছে যাতে তারা নিজেদের আর্থিক পরিস্থিতি উন্নত করতে পারে। যদি এই সময়ে তারা অর্থনৈতিক অবস্থার উন্নতি বা দৃশ্যমান অগ্রগতি দেখাতে না পারে, তবে তাদেরকেও অবসায়নের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এই সিদ্ধান্তের আগে লিকুইডেশনের বিপরীতে প্রতিবাদ শুনতে বাংলাদেশ ব্যাংক নয়টি আর্থিক প্রতিষ্ঠানের সাথে দুই দিনের শুনানিও করেছিল। এই নয়টি নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের একসাথে আর্থিক খাতের মোট খেলাপি ঋণের ৫২ শতাংশ তথা ২৫,০৮৯ কোটি টাকা দখল করে আছে, যা দীর্ঘ সময় ধরে অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর আর্থিক কার্যক্রমের ফল।
বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে, এসব নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ব্যক্তিগত আমানতকারীরা তাদের মূল টাকা (বিনা সুদে) সম্ভবত রমজান (ফেব্রুয়ারি) এর আগে ফিরে পেতে পারেন।
এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক সরকারের কাছে প্রায় ৩০০০ কোটি টাকা বেইলআউট প্যাকেজ চাইবে যাতে আমানতকারীদের অর্থ প্রদানে সহায়তা করা যায়, কারণ এখন লিকুইডেশনের তালিকায় যে প্রতিষ্ঠানগুলোর সংখ্যা কমেছে। সরকারের পক্ষ থেকে আগে এই নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পুনরুদ্ধারের জন্য ৫,০০০ কোটি টাকার মৌখিক অনুমোদন পাওয়া গিয়েছিল।
Comments