ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস পেল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে জনগোষ্ঠির সুরক্ষায় ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি 'ক্লাইমেট অ্যাডাপটেশন অ্যান্ড রেজিলিয়েন্স' বিভাগে ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস ২০২৬ অর্জন করেছে।
২০১৫ সালে বাংলাদেশের প্রথম আবহাওয়া-সূচক ফসল বীমা চালুর পর থেকে প্রতিষ্ঠানটি বন্যা, ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহজনিত ঝুঁকি মোকাবিলায় দেশের ৫০টি জেলায় বীমা সেবা সম্প্রসারণ করেছে। এ পর্যন্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে স্বয়ংক্রিয় মোবাইল পেমেন্টের মাধ্যমে ২৩ কোটি ২০ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ বিতরণ করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, যা সময়মতো সহায়তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভবিষ্যতেও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উদ্ভাবনী বীমা সমাধান সম্প্রসারণ, সহনশীলতা জোরদার এবং একটি নিরাপদ ও টেকসই বাংলাদেশ গঠনে জনগণের পাশে বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
Comments