বন্যায় জিম্বাবুয়েতে গাড়ি ডুবে ৯ জনের মৃত্যু
জিম্বাবুয়ের দক্ষিণাঞ্চলে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় গাড়ি ভেসে যাওয়ার ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি দুটি শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এক বিবৃতিতে গতকাল শুক্রবার পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার মাতাবেলেল্যান্ড সাউথ প্রদেশের ফিলাবুসির মুকুলা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। একটি টয়োটা নোয়া গাড়ি নদী পার হওয়ার সময় স্রোতের তোড়ে ভেসে যায়।
পুলিশ আরো জানায়, নিহতদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক ও দুজন শিশু রয়েছে। স্থানীয় জনগণের সহায়তায় নদী ও আশপাশের এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে জিম্বাবুয়ের বিস্তীর্ণ এলাকায় টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে।
এর প্রভাবে এখন পর্যন্ত ৭০ জনের বেশি মানুষের মৃত্যুর পাশাপাশি সড়ক ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
Comments