উপদেষ্টা আদিলুরের বার্তা: ‘হ্যাঁ’ ভোটই দেশের ভবিষ্যৎ গড়ে দেবে
শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, 'এই সনদের পক্ষে জনগণের মতামত নেওয়ার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট আয়োজন করা হয়েছে। গণভোট নিয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। হ্যাঁ ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশের দিক নির্দেশনা নির্ধারিত হবে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই সনদ ও শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল তারা সবাই 'হ্যাঁ' ভোট দেবেন এবং 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালাবেন।
'হ্যাঁ' ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারিত হবে উল্লেখ করে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর কিংবা শাপলা চত্বরের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না। এই গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মালিকানা জনগণের হাতে আসবে।
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদের সভাপতিত্বে ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মকছুদ জাহেদী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরী।
এর আগে সকাল সাড়ে ১০টায় শহরের বগুড়া শহরের সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভ ও নামাজগড় কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ সময় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ানসহ বগুড়ার আহত জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।
Comments