ভেনেজুয়েলা মিশনের যুদ্ধজাহাজ ও বিমান ইরানের পথে
ভেনেজুয়েলায় মোতায়েন থাকা মার্কিন রণতরি ও যুদ্ধবিমান সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়েছেন, ইরানে হামলার পরিকল্পনা এখনো পুরোপুরি বাতিল করেননি তিনি। এমন পরিস্থিতিতে এই সামরিক পুনর্বিন্যাসের তথ্য সামনে এসেছে।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, আগে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে 'অপহরণের' পরিকল্পনার অংশ হিসেবে ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করা রণতরি ও যুদ্ধবিমান এখন ইরানের সাম্প্রতিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার সহযোগীদের তেহরানে সম্ভাব্য হামলার জন্য নতুন করে 'চূড়ান্ত পরিকল্পনা' দিতে বলেছেন। যদিও আগে তিনি হামলার প্রস্তুতি স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিলেন, এখন আবার বিভিন্ন 'সামরিক বিকল্প' বিবেচনায় আনতে বলছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হোয়াইট হাউজ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে কয়েকটি বিকল্প পরিকল্পনা উপস্থাপন করেছে।
এর মধ্যে রয়েছে ইরানের সরকার পতনের পরিকল্পনা থেকে শুরু করে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অবকাঠামোর ওপর সীমিত পরিসরের হামলার প্রস্তাব।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে জড়ো হওয়ার খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান কোনো ধরনের সংযম দেখাবে না এবং সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেওয়া হবে।
Comments