দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আরব আমিরাত ও ভারতের চুক্তি
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ১০ বছরের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে দুই দেশ ২০৩২ সালের মধ্যে পারস্পরিক বাণিজ্য ২০০ বিলিয়ন ডলারে উন্নীত করার অঙ্গীকার করেছে। এছাড়া প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়েও একমত হয়েছে দু'দেশ।
বার্তা সংস্থা আনাদলুর প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৯ জানুয়ারি) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠকের পর মোট এক ডজনের বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, উভয় নেতা প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে দুই দেশের সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের একটি মূল স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এতে বলা হয়, ভারত ও ইউএইয়ের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ধারাবাহিকভাবে শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যতেও তা আরও বিস্তৃত হবে।
সোমবারই দুই দেশ একটি লেটার অব ইনটেন্টে স্বাক্ষর করেছে, যার লক্ষ্য একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব চূড়ান্ত করা। নয়াদিল্লি জানায়, উভয় নেতা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) এবং এডনক গ্যাসের মধ্যে স্বাক্ষরিত ১০ বছরের এলএনজি সরবরাহ চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
এই চুক্তির আওতায় ২০২৮ সাল থেকে প্রতি বছর ০.৫ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। ভারতের পক্ষ থেকে আরও বলা হয়, উভয় নেতা একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের গুরুত্বের ওপর জোর দেন।
Comments