ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের অর্থ সংগ্রহ করবে এনসিপি
ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা তুলে জাতীয় সংসদ নির্বাচন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা চেয়েছে দলটি।
আজ সোমবার রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ।
দেশের সাধারণ মানুষকে অর্থ সহযোগিতা করার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, "জাতীয় নাগরিক পার্টির যেই প্রার্থীকে পছন্দ হয় অথবা পার্টিকে ডোনেট করুন।
এই যে নির্বাচনী বৈতরণী সেটা পার হতে সহযোগিতা করুন, আমরা আপনাদের সমর্থনে নির্বাচিত হলে সংসদে গিয়ে আপনাদের ভয়েসটাই রেইজ করব।"
তবে অর্থ ডোনেট করার সুনির্দিষ্ট কোনো সীমা নির্ধারণ করা হয়নি এবং সকলে সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা করতে পারবে বলে জানান তিনি। তিনি বলেন, দাতারা চাইলে সরাসরি জাতীয় নাগরিক পার্টিকে অনুদান দিতে পারবেন, আবার চাইলে নির্দিষ্ট কোনো প্রার্থীকে সহায়তা করতে পারবেন।
পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এই তহবিলে কত টাকা এলো, কোথায় খরচ হলো— সবকিছু প্রতি বছর অডিটের মাধ্যমে যাচাই করে পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করা হবে বলে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির প্রার্থীদের মধ্যে কেউই হাজার কোটি বা শত শত কোটি টাকার ঋণখেলাপি নন বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। তিনি বলেন, আমাদের প্রার্থীদের কারো বিদেশি নাগরিকত্ব বা বিদেশে বাড়িঘর নেই। এটাই আমাদের রাজনীতির একটি মৌলিক পার্থক্য।
Comments