বিজয়ী হলে শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। তবে সেই সরকার সর্বদলীয় হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট বিমানবন্দর এলাকার একটি হোটেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, 'বিএনপি জনমতের ওপর বিশ্বাসী। নির্বাচনে জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করব না; বরং যারা আমাদের সাথে দীর্ঘ সময় রাজপথে যুগপৎ আন্দোলন করেছে, তাদের নিয়েই একটি জাতীয় সরকার গঠন করা হবে। তবে এটি কোনো সর্বদলীয় সরকার হবে না।'
দলের শীর্ষ নেতৃত্ব প্রসঙ্গে একটি বড় ঘোষণা দিয়ে মহাসচিব বলেন, 'ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই-এক দিনের মধ্যেই দলের 'চেয়ারপারসন' পদে অধিষ্ঠিত করা হবে।' দীর্ঘ সময় পর তারেক রহমানের পূর্ণাঙ্গ নেতৃত্বে ফেরার বিষয়টি দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আসন্ন এই নির্বাচন জাতির জন্য এক বিশাল পরীক্ষা। দীর্ঘ সময় পর মানুষ তাদের হারানো ভোটাধিকার ফিরে পেয়েছে। তিনি বলেন, 'নির্বাচন নিয়ে মিডিয়া নানা আশঙ্কার কথা বললেও বিএনপি কোনো শঙ্কা বোধ করছে না। আমরা প্রথম থেকেই নির্বাচন চেয়েছি এবং জনগণের অংশগ্রহণে একটি সুষ্ঠু ভোট হবে বলে আমরা আশাবাদী।'
দেশে সাম্প্রতিক 'মব ভায়োলেন্স' বা 'মবোক্রেসি' নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকার আসার পর দেশে মবোক্রেসির একটি নতুন কালচার দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এটি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। আমাদের এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।'
প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণ নিয়ে তিনি বলেন, 'গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া রাজকীয়ভাবে প্রস্থান করেছেন। তাঁর স্বপ্ন ছিল একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ। সেই লক্ষ্যেই আমাদের এই লড়াই।'
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, 'গণতন্ত্র এক দিনে প্রতিষ্ঠিত হয় না। তবে আজ যে সুযোগ এসেছে, তা আমাদের কাজে লাগাতে হবে। আসুন সবাই মিলে একটি গণতান্ত্রিক সংসদ ও সংস্কৃতি গড়ে তুলি।'
ব্যক্তিগত সফরে রোববার দুপুরে সিলেটে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মতবিনিময়কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এম এ মালিকসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
Comments