খালেদা জিয়ার ৩ আসনে বিকল্পরাই প্রার্থী: সালাহউদ্দিন আহমদ
সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার তিনটি আসনে পূর্বঘোষিত বিকল্প প্রার্থীরাই বিএনপির হয়ে নির্বাচন করবেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনের জন্য আগে থেকে মনোনীত বিকল্প প্রার্থীরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তার হয়ে এই ৩ আসন থেকে মনোনয়ন ফরম তোলা হয়েছিল। তবে অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে ৩টি আসনেই বিকল্প প্রার্থী রেখেছিল বিএনপি। ফলে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রয়াণের পর এসব আসন থেকে এখন বিকল্প প্রার্থীরাই নির্বাচনে লড়বেন।
এরমধ্যে বগুড়া-৭ আসনে বিএনপির হয়ে নির্বাচনে লড়বেন মোরশেদ আলম। পাশাপাশি দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম ও ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু বিএনপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের মনোনয়নপত্র স্বাভাবিকভাবেই বাতিল হবে। যেহেতু বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হবে, তাই তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ক্ষেত্রে নির্বাচন স্থগিত বা বাতিলের আইনি সুযোগ নেই।
অপর এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক নেতা। জাতির স্বার্থে তাকে শক্ত মনোবল ধরে রাখতে হবে, এক্ষেত্রে কোনো বিকল্প নেই। যত শোকই থাকুক, তাকে দৃঢ় থাকতে হবে।
Comments