মনোনয়নপত্র গ্রহণ ও জমার সময় বাড়ছেনা : ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেয়ার সময় বাড়বে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় আর বাড়ানো হচ্ছে না। আমরা আর কোন মনোনয়নপত্র জমা নিব না। শেষ দিন পর্যন্ত কতজন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে জানতে চাইলে তিনি বলেন, পুরোটা ইসিতে আসতে রাত দশটা বেজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এরপর আপনাদের জানাতে পারব।
সোমবার ছিল দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। বিকাল পাঁচটা পর্যন্ত সারা দেশে আঞ্চলিক, জেলা নির্বাচন কার্যালয়গুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
Comments