ভারতে গ্রেপ্তার ২ ব্যক্তি, শুটার ফয়সাল ও আলমগীরকে সহায়তার অভিযোগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় জানুয়ারির প্রথম সপ্তাহে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি বলেছে, 'এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছে। ফয়সাল ও আলমগীরকে মেঘালয়ে সহায়তা করার অভিযোগে দেশটির পুলিশ পুর্তি ও সামী নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।'
রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম এবং অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, 'ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত হয়ে ভারতে পালিয়েছে। আমরা মেঘালয় রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। ফয়সাল ও আলমগীরকে মেঘালয়ে তাদের সহায়তা করার অভিযোগে দেশটির পুলিশ পুর্তি ও সামী নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।'
তিনি বলেন, 'মামলার তদন্ত শেষ পর্যায়ে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। হাদি হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, হত্যায় ব্যবহৃত বাইক উদ্ধার করা হয়েছে।'
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, 'ফয়সালের তিনটি আইটি ফার্ম রয়েছে। এই ফার্মের ৫৩টি একাউন্টের ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে।'
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, 'গত বছরের ৫ আগস্টে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকতে পারে। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে।'
Comments