কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন এগোনো বা পেছানোর সুযোগ নেই: সারজিস আলম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন সামনে আনা বা পেছানোর সুযোগ নেই।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এনসিপি আয়োজিত জেলা কমিটির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন বারবার বলছে—ফেব্রুয়ারির প্রথমার্ধেই সংসদ নির্বাচন। এনসিপির এ বিষয়ে কোনো দ্বিমত নেই। নির্ধারিত সময়েই নির্বাচন হলে সবার জন্য ভালো, কারণ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকেই বেশি গুরুত্ব দেবে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের দাবি নয়।
আসন্ন নির্বাচন নিয়ে এনসিপি নেতার বিশ্লেষণ— আগের মতো শুধু দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ থাকবে না নির্বাচন। বরং তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দলই নির্ধারণ করবে কোন দল আগামী সংসদে সরকার গঠন করবে।
সারজিস আলম জানান, মধ্যমপন্থী রাজনীতির জায়গায় শূন্যতা তৈরি হয়েছে; তাই গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করা হয়েছে। খুব শিগগিরই আরও কয়েকটি দল এতে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, একটি মার্কা নিয়ে আমরা যৌথভাবে নির্বাচন করব এবং জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যেতে চাই।
সারজিস আলমের দাবি, দেশের ভোটারদের মনোভাব পরিবর্তন হচ্ছে। অটোচালক থেকে শুরু করে কৃষিশ্রমিক পর্যন্ত এখন নতুন নেতৃত্বের সন্ধান করছে। যারা মাঠে নেমে মানুষের কথা শুনছে, সেসব ব্যক্তি ও দলকে মানুষ বেশি গ্রহণ করছে। এনসিপি সেই মধ্যমপন্থী অবস্থানটি নিতে চায়।
ধর্মভিত্তিক দলের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন— যদি কোনো ধর্মভিত্তিক দল তাদের আদর্শ সব মানুষের ওপর চাপিয়ে দিতে চায়, তাহলে জনগণ সেই দল থেকে বিমুখ হবে। আগামীর বাংলাদেশে এমন রাজনীতি টিকবে না।
Comments