রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে সমস্যার সমাধান হয় না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকদের মূল দায়িত্ব পেশাগত দাবিদাওয়া ও অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়া। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক লেজুড়বৃত্তি কোনো সমাধান আনে না এবং গত ১৫ বছর ধরে গণমাধ্যমকে ধ্বংস করা হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগির।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের প্রধান কাজ হলো নিজেদের পেশাগত দাবি ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকা। কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না বলে তিনি মন্তব্য করেন।
গত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসন গণমাধ্যমকে প্রায় ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, 'এই অবস্থায় সাংবাদিক সংগঠনের নেতাদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পেশাগত স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।'
বক্তব্যের শুরুতে তিনি প্রয়াত সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ও নির্যাতিত সাংবাদিকদের স্মরণ করেন। একই সঙ্গে আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার প্রতিও শ্রদ্ধা জানান।
মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
তিনি বলেন, 'ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারবে—এটা জাতির প্রত্যাশা। কিন্তু গণতন্ত্রে ফিরতে হলে মতপ্রকাশের স্বাধীনতাকে মূল্য দিতে হবে। ভিন্নমতকে শত্রু হিসেবে দেখার প্রবণতা বন্ধ করতে হবে।'
তিনি আরও বলেন, 'সোশ্যাল মিডিয়ায় দায়বদ্ধতা ছাড়া যেভাবে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হয়, তা গণতন্ত্রকে শক্তিশালী করে না। এই প্রবণতা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
বাংলাদেশে এমনভাবে নেতিবাচক প্রচারণা চালানো হয় যেন এক ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। এটা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যাত্রায় বাধার সৃষ্টি করছে।'
Comments