ঢাবির বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
আজ সোমবার সন্ধ্যা ৬টা ১৩মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শিক্ষার্থীরা জানান, হলের অভ্যন্তরে থাকা একটি খাবারের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত ঘটে থাকতে পারে।
অগ্নিকণ্ডের এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Comments