ঢাকার সাবেক এমপি হাবিব হাসানের বাসায় আগুন
ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব হাসানের রাজধানীর উত্তরার বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ওই বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে আগুনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যাচ্ছে, বাসার ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বহু মানুষ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছায়নি।
Comments