আলোচিত মামুন হত্যায় দুই শুটারসহ ৫ জন গ্রেপ্তার
পুরান ঢাকায় মামুন হত্যায় দুই শুটারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হত্যায় ব্যবহৃত দুটি পিস্তল জব্দ করে পুলিশ। এক ক্ষুদে বার্তায় এ তথ্য দেন ডিএমপির ডিসি তালেবুর রহমান। তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার (১০ নভেম্বর) সকালে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ফটকে মামুনকে গুলি করে হত্যা করা হয়। মামুনকে লক্ষ্য করে দুজন গুলি করলেও আরও অন্তত দুটি ব্যাকআপ টিম আশপাশে ছিল বলে জানায় পুলিশ। নিহত মামুনের নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানায় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন বেলা ১১টার দিকে হঠাৎ হাসপাতালের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। পরে শব্দ শুনে সবাই হাসপাতালের মেইন গেটের সামনে এসে সাইফ মামুন নামের ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। ওই সময় প্রথমে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক সাইফ মামুনকে মৃত ঘোষণা করেন।
নিহতের পূর্বপরিচিত ফাইজুল হক অপু জানান, বেলা ১১টার পর নিহত সাইফ মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন। এর আগে গাজীপুরে সাইফের সঙ্গে তার পরিচয় হয়েছিল। নিহত সাইফ মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকার এস এম ইকবালের ছেলে।
Comments