যেটুকু ঐকমত্যে পৌঁছানো যাবে না, সেটি সহনশীলতার সঙ্গে মেনে নিতে হবে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্যের বাইরে গিয়ে কথা বললে রাজনীতি ও সমাজে বিভেদ বাড়বে। দীর্ঘ আলোচনা শেষে যে ঐকমত্যে পৌঁছানো হয়েছে, সেটি মেনে নেওয়াই উচিত। যেটুকু ঐকমত্যে পৌঁছানো যাবে না, সেটি সহনশীলতার সঙ্গে মেনে নিতে হবে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্মিত ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন।
তিনি বলেন, 'একটি ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সংলাপ গণতন্ত্র ও সমাজকে এগিয়ে নিয়ে যায়। গত ১৫ বছরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছি। সংলাপের মাধ্যমে সেই ভাঙন কাটিয়ে উঠতে হবে। এজন্য সবার অংশগ্রহণ ও দায়বদ্ধতা জরুরি।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সিএমইউজের চেয়ারম্যান ওসমান গণি মনসুর, সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত ও আরও অনেকে।
Comments