হ্যান্ডকাফ পরানোয় ওসিকে হুমকি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের
হাতে হ্যান্ডকাফ পরানোয় ঢাকা মহানগর দায়রা জজ আদলতে হাজতখানার ওসিকে হুমকি দিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। বুধবার (১৫ অক্টোবর) প্রিজনভ্যান থেকে হাজতখানায় নেয়ার পথে এ হুমকি দেন।
রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় চার্জগঠনের শুনানি করতে বুধবার সকালে সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজনভ্যান থেকে তাকে নামানো হয়।
এসময় মহানগর দায়রা জজ আদালতের ওসি রিপন মোল্লা তাকে হেলমেট ও বুলেট প্রুফজ্যাকেট পড়ান। এরপর তার হাতে হ্যান্ডকাফ পড়াতে গেলে ওসি হাজতকে ধমক দিয়ে ওঠেন সুব্রত বাইন।
উল্লেখ্য আজ রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে চার্জগঠনের শুনানির দিন ধার্য আছে। দুপুরে ঢাকার মহানগরের পনের নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সাইফুর রহমান মজুমদারের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Comments