দুর্গাপূজা বানচাল করতে খাগড়াছড়িতে অশান্তির চেষ্টা করেছে ফ্যাসিস্টরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত না হয়, সে উদ্দেশ্যে খাগড়াছড়িতে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করেছে ফ্যাসিস্ট শক্তি— এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, "দুর্গাপূজা সামনে রেখে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে কিছু ফ্যাসিস্ট গোষ্ঠী। কিন্তু সরকার সজাগ রয়েছে, এবং যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও জানান, বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল
তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। শহরে প্রবেশ ও প্রস্থানপথে চলছে তল্লাশি। যদিও জুম্মা ছাত্র-জনতার ডাকা অবরোধ কিছুটা শিথিল হয়েছে, তবে এখনো অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল কার্যত বন্ধ রয়েছে।
Comments