খাগড়াছড়ি ইস্যুতে নিজের বক্তব্যের জন্য 'বিব্রত ও দুঃখিত' হান্নান মাসউদ

খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে "ভুয়া ধর্ষণ" বলে আখ্যায়িত করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নেতা আবদুল হান্নান মাসউদ। তার এমন বক্তব্য ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক ও সমালোচনা। পরে এক ফেসবুক পোস্টে হান্নান দুঃখ প্রকাশ করে বলেন, তিনি অনাকাঙ্ক্ষিতভাবে এই শব্দটি ব্যবহার করেছেন এবং এ জন্য তিনি বিব্রত ও দুঃখিত।
তিনি লেখেন, "ধর্ষণের মতো জঘন্য অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। বরং এ ধরনের অপরাধের জন্য অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি।"
এ ঘটনায় এনসিপির বিরুদ্ধে নিরবতা পালনের অভিযোগ তুলে দলটির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃ পদত্যাগ করেন। তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি হান্নান মাসউদের 'ভুয়া ধর্ষণ' শব্দ ব্যবহারের কড়া প্রতিবাদ জানান এবং তা মিথ্যাচার হিসেবে উল্লেখ করেন।

এর কিছুক্ষণ পর হান্নান মাসউদ আবারো একটি ফেসবুক পোস্ট দেন, যেখানে তিনি দাবি করেন, একটি ধর্ষণের ঘটনাকে সামনে রেখে পার্বত্য এলাকায় অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, "যারা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে জীবন দিয়েও প্রতিরোধ করা হবে। দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না।" তবে এই পোস্টটি পরে সরিয়ে নেওয়া হয়।
পরে দুপুরে আরও একটি পোস্টে হান্নান মাসউদ জানান, রোববার নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সভায় তিনি 'ভুয়া ধর্ষণ' শব্দটি বলে ফেলেন, যা তাঁর মূল উদ্দেশ্য ছিল না। তিনি লিখেছেন, "এই শব্দটি তাৎক্ষণিকভাবে মুখ ফসকে বেরিয়ে এসেছে, যা আমি অনিচ্ছাকৃতভাবে বলেছি। আমি দুঃখিত ও লজ্জিত।"

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, পাহাড় ও সমতলে বসবাসরত সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে উভয় পক্ষের কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে।"
রোববার দেওয়া এক বক্তব্যে হান্নান মাসউদ দাবি করেন, পার্বত্য এলাকায় ভারতের 'ষড়যন্ত্র' চলছে এবং ধর্ষণের ঘটনাকে কাজে লাগিয়ে ভারত পার্বত্য অঞ্চল অস্থির করে তুলতে চাইছে। তিনি বলেন, "ভারত পার্বত্য এলাকা দখল করতে চায়। তারা শেষ ট্রাম্পকার্ড খেলছে। একটি ভুয়া ধর্ষণ মামলা সামনে এনে বাঙালি ও পাহাড়িদের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের মানুষ দেশের একটি কণাও ছাড় দেবে না। ভারতের ষড়যন্ত্রের জবাব দিতে হবে। বাংলাদেশ সরকারকে এর জবাব দিতেই হবে।"
Comments