ইতালিজুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল পরিবেশ, মিলানে পুলিশের সঙ্গে সংঘর্ষ
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজ ২২ সেপ্টেম্বর (সোমবার) ইতালির বিভিন্ন শহরে ফিলিস্তিনপন্থী আন্দোলন ও সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। এই ধর্মঘটের ডাক দিয়েছিল শ্রমিক সংগঠন USB ও বিভিন্ন মানবাধিকার সংগঠন।
সকালে দেশটির পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। রোম, মিলান, নেপলসসহ বড় শহরগুলোতে মেট্রো, বাস ও রেল পরিষেবা আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকে।
সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় মিলানের কেন্দ্রীয় রেলস্টেশন (Stazione Centrale di Milano)-এ। সেখানে হাজারো বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকা হাতে অবস্থান নেয়। পুলিশের বাধা উপেক্ষা করে কিছু অংশ স্টেশনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে টিয়ার গ্যাস ও লাঠিচার্জের ঘটনা ঘটে।
সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, যদিও গুরুতর আহতের কোনো তথ্য নিশ্চিত হয়নি।
জেনোয়ার বন্দর, পালেরমো ও তুরিনের শিল্প এলাকাতেও বিক্ষোভ হয়েছে। অনেক জায়গায় রাস্তা ও প্রবেশপথ অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদেরও এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। রোম ও নেপলসের বিক্ষোভে অনেক বাংলাদেশিকে দেখা যায় প্ল্যাকার্ড ও ফিলিস্তিনি পতাকা হাতে।
ধর্মঘটের মূল দাবিগুলো ছিল:
- গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার অনুমতি
- ইতালিয়ান সরকার যেন ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করে
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে সমর্থন জানানো
আজকের বিক্ষোভে ফিলিস্তিনের প্রতি ইতালিয়ান জনগণের সহানুভূতি ও সংহতির বহিঃপ্রকাশ ঘটেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, যতদিন না গাজায় ন্যায্যতা প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের এই প্রতিবাদ চলতেই থাকবে।
Comments