বিপৎসীমার উপরে উঠেছে কুশিয়ারার পানি

ভারী বৃষ্টিপাতে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ৭২ ঘণ্টায় এই নদী সংলগ্ন সিলেট ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলগুলোয় বিরাজমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে দেয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে অমলশিদ (সিলেট) পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টা (১৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ। ফলে এই সময়ে কুশিয়ারা নদী সংলগ্ন সিলেট ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলগুলোয় বিরাজমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। পাশাপাশি ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে তিস্তা নদীর পানি লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিন পানি সমতল হ্রাস পেতে পারে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী ৫ দিন এসব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, তবে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
এছাড়াও গঙ্গা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। পাশাপাশি পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে। তবে পদ্মা নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে। যদিও এই সময়ে পদ্মার পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুলাই, কংস ও জিঞ্জিরাম নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি স্থিতিশীল এবং দ্বিতীয় ও তৃতীয় দিনে পানি সমতল হ্রাস পেতে পারে।
Comments