অনুষ্ঠিত হলো ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। এদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয় পরীক্ষা।
এবার ৪৭তম বিসিএসে অংশ নেয়ার জন্য আবেদন করেছেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ চাকরিপ্রার্থী। এ বিসিএস নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭; নন-ক্যাডার পদ ২০১। এ বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডারসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। কিছু নতুন পদও যুক্ত হয়েছে এবারের বিসিএসে।
প্রসঙ্গত, গত বছরের ২৮ নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আবেদনগ্রহণ শুরু হয় ১০ ডিসেম্বর, শেষ হয় ৩১ ডিসেম্বর। এই বিসিএসে যেসব প্রার্থীর বয়স ২০২৪ সালের ১ নভেম্বর তারিখে ২১ থেকে ৩২ বছর ছিল, তারা আবেদন করতে পেরেছেন।
Comments